আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুলাই ।। আগামী ১০ই জুলাই থেকে সাতদিন ব্যাপী শুরু হচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী উৎসব খার্চী। চলবে আগামী ১৬ই জুলাই পর্যন্ত। পুরাতন আগতলার চৌদ্দ দেবতা মন্দির প্রাঙ্গণে মিলিত হবেন রাজ্যের জাতি-উপজাতিরা। চলবে উৎসব ও মেলা। তারই প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার পুরাতন আগরতলাস্থিত চৌদ্দ দেবতা মন্দির প্রাঙ্গণে যান মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী।
জানা যায়, খার্চী উৎসব ও মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বিধায়ক রতন চক্রবর্তী জানান, গোটা দেশে এবার প্রথম খার্চী উৎসবের ব্যাপক প্রচার হচ্ছে। এবার বহিঃ রাজ্য ও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে শিল্পীরা অনুষ্ঠানে অংশ নেবেন।