আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই ৷৷ বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ালেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। টাণা বৃষ্টির ফলে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের বহু মানুষ ত্রান শিবিরে আশ্রয় নেয়। সোমবার নিজ বিধানসভা কেন্দ্রের বন্যা দুর্গতদের খোঁজখবর নিতে ত্রান শিবির গুলিতে ছুটে যান বিধায়ক সুদীপ রায় বর্মণ। কথা বলেন বন্যা দুর্গতদের সাথে। তিনি বন্যা দুর্গতদের খোঁজ খবর নিয়ে জানান, বন্যা দুর্গতদের সাহায্যার্থে স্থানীয় ক্লাব, স্বেচ্ছাসেবি সংগঠনের স্বেচ্ছা সেবকরা এগিয়ে এসেছে। তিনি এও বলেন, ত্রান শিবিরে আশ্রয় নেওয়া মানুষদের দুই বেলা খাবার ও পানিয় জল সরবরাহের আপ্রান চেষ্টা করা হচ্ছে।