জলমগ্ন জাতীয় সড়ক সহ শহরতলী, আরও দু’দিন অব্যাহত থাকবে বৃষ্টি

chndrapurআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই ৷৷ টাণা বৃষ্টির ফলে গোটা শহরে ফের সোমবার সকাল থেকে জলমগ্ন হয়ে পড়ে। পুর নিগম এলাকায় সমস্ত পাম্প চালু করা হয়। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। শহরতলীর চন্দ্রপুর জাতীয় সড়ক জলমগ্ন হয়ে পড়ে। জিরানীয়া এলাকার বিভিন্ন অঞ্চল, চন্দ্রপুর বলদাখাল এলাকা, শ্রীলঙ্কা বস্তি, প্রতাপগড় এলাকা সহ বেশ কিছু শহরতলী জলের নিচে চলে যায়। রাজ্য প্রশাসনের তরফে chndrapur.jpg1স্থানীয়দের দিয়ে উদ্ধার করা হচ্ছে। স্তব্ধ হয়ে পড়েছে বিভিন্ন এলাকার বিদ্যুৎ ও টেলিফোন পরিষেবা। রাজধানীর হাওড়া নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে বটতলা মহাশসান চলে যায় জলের নিচে।
আগামী দু’দিন এই অবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। chndrapur.jpg2
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*