দুর্বল কর্ডোবার বিপক্ষে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে বড় জয় পেয়েছে বার্সেলোনা। ৫-০ গোলের এই জয়ে দুটি গোল করেছেন মেসি।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রথম গোল পায় বার্সেলোনা। গোলটি করেন পেদ্রো। তখনই মনে হচ্ছিলো এই ম্যাচে গোলবন্যায় ভেসে যেতে পারে দলটি। কিন্তু প্রথমার্ধে আর কোনো গোলই পায়নি স্প্যানিশ জায়ান্টরা।
ম্যাচের ৫৩ মিনিটে গিয়ে দ্বিতীয় গোল পায় বার্সা। লা লিগায় নিজের প্রথম গোল করেন লুইস সুয়ারেজ। তার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা।
পেদ্রো ও সুয়ারজের পর গোল পান পিকে। ম্যাচের ৮০ মিনিটে গোল করেন তিনি। দুই মিনিট পর নিজের প্রথম গোল করেন মেসি। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পর, অতিরিক্ত সময়ে গিয়ে আবার কর্ডোবার জ্বালে বল জড়ান তিনি।
এই জয়ের মাধ্যমে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মাদ্রিদের চেয়ে মাত্র এক পয়েন্ট নিচে রইলো বার্সা।