ইন্ডিয়ান সুপার লিগ জিতেছে কলকাতা। আসরের ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিলো কেরেলা ব্লাস্টার্স। ম্যাচের অন্তিম মুহূর্তে মোহাম্মদ রফিকের একমাত্র গোলে ঐতিহাসিক জয় পায় অ্যাটলেটিকো দি কলকাতা।
এটিই ছিলো ইন্ডিয়ান সুপার লিগের উদ্বোধনী আসর। কোটি কোটি ডলার ব্যায়ে এই প্রথম কোনো ফুটবল লিগ আয়োজন হলো ভারতে। কর্তৃপক্ষ মনে করছে এই আয়োজনের মাধ্যমে ফুটবলে অনেক উন্নতি করবে ক্রিকেটের দেশ।
কলকাতা জিতলেও মেসি বেশি সুযোগ এসেছিলো কেরেলার সামনে। কিন্তু দুর্ভাগ্য তাদের। একটি গোলেরও সুযোগও কাজে লাগতে পারেনি শচীনের মালিকানার দলটি।
সুযোগ মিসের মহড়ায় পেতে উঠেছিলো কলকাতাও। কেরেলার মতো তারাও বেশ কিছু সুযোগ মিস করেছে। সুযোগ পাওয়া আর মিস করা এভাবেই চলতে থাকে ম্যাচ। শেষ হয়ে নির্ধারিত ৯০ মিনিটও।
কলকাতা ম্যাচের একমাত্র গোলটি পায় অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে। কর্নার কিক থেকে পাওয়া বলে হেড করে গোল করেন মোহাম্মদ রফিক। ওই সময়ে গোল শোধ করার কোনো সুযোগ আর পায়নি কেরেলা। ফলে ১-০ গোলে চ্যাম্পিয়ন হয় সৌরভ গাঙ্গুলির দল কলকাতা।