বিস্ফোরণের ধাক্কায় কেঁপে উঠল মণিপুরের ইম্ফল, নিহত ৩

mnprইম্ফল, ২১ ডিসেম্বর ।। বিস্ফোরণের ধাক্কায় কেঁপে উঠল ভারতের মণিপুরের ইম্ফল। রোববার সকালের এই বিস্ফোরণে মারা গিয়েছেন ৩ জন, আহত হয়েছেন ৪ জন।
ঘটনা সম্পর্কে এক পুলিশ কর্মকর্তার মন্তব্য, “খুয়াথং এলাকায় রাস্তার ধারে আইইডি রাখা ছিল। প্রধানত ইম্ফল বাজারকেই নিশানা বানিয়েছিল হামলাকারীরা। বিস্ফোরণে তিন জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪ জন।”
ইতিমধ্যেই আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের পদস্থ কর্মকর্তারা ছাড়াও অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*