জাতীয় ডেস্ক, কর্ণাটক, ৩১ জুলাই ।। অবশেষে খোঁজ মিলল বিখ্যাত রেস্তোরাঁ চেন ক্যাফে কফি ডে-র কর্ণধার ভি জি সিদ্ধার্থর নিথর দেহ। সোমবার সন্ধ্যা থেকে খোঁজ মিলছিল না ক্যাফে কফি ডে-র কর্ণধার ভি জি সিদ্ধার্থর। বুধবার সকাল ৬টা ৩০ মিনিট নাগাদ নেত্রাবতী নদী থেকেই উদ্ধার হয় সিসিডি কর্ণধারের মৃতদেহ।
জানা যায়, মঙ্গলবার সকাল থেকেই নেত্রাবতী নদীতে ও তার সংলগ্ন এলাকায় অনুসন্ধান চালাচ্ছিল পুলিশ, উপকূল রক্ষা বাহিনীর ডুবুরিরা। সিসিডি কর্ণধারের অনুসন্ধানে সামিল হয়েছিলেন প্রায় ৪০০ জনের একটি দল। ম্যাঙ্গালুরুর পুলিশ কমিশনার সন্দীপ পাতিল জানান, দেহ উদ্ধারের পর সিদ্ধার্থর দেহ ময়না তদন্তের জন্য ভেনলক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে তাঁর পরিবারকেও।
পুলিস সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় মেঙ্গালুরুর জেপ্পিনা মোগারু এলাকায় নেত্রাবতী নদীর উপরে উল্লাল সেতুতে চালককে গাড়ি থামাতে বলে গাড়ি থেকে নেমে যান ক্যাফে কফি ডে-র কর্ণধার। এর পর থেকেই আর কোনও খোঁজ মিলছিল না তাঁর। তাঁর ফোনও সুইচ অফ ছিল। সোমবার নেত্রাবতী নদীতে এক ব্যক্তিকে ঝাঁপ দিতে দেখেন স্থানীয় বাসিন্দারা।