লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হল তিন তালাক বিল, উচ্ছ্বাসিত মুসলিম মহিলারা

202685-muslim-womenজাতীয় ডেস্ক, নয়া দিল্লী, ৩১ জুলাই ।। লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গেল তিন তালাক বিল। এরপরই উচ্ছ্বাসে মাতল মুসলিম মহিলাদের একাংশ। আইনমন্ত্রী রবিশঙ্করপ্রসাদ বলেন,’আজ ঐতিহাসিক দিন। সংসদের দুই কক্ষেই পাশ হয়ে গিয়েছে তিন তালাক বিল। এটা বদলে যাওয়া ভারতের সূচনা’। তাত্ক্ষণিক তিন তালাক প্রথা অসাংবিধানিক আখ্যা দিয়েছিল সুপ্রিম কোর্ট। এরপর কড়া আইন আনে কেন্দ্রীয় সরকার। কিন্তু লোকসভায় বিলটি পাশ হলেও আটকে যায় রাজ্যসভায়। বাধা হয়ে দাঁড়িয়েছিল বিরোধীরা। লোকসভা ভোটে তিন তালাক নিয়ে সরব হয়েছিল বিজেপি। পশ্চিমবঙ্গে বিজেপিতে যোগদান করেন তিন তালাকের নির্যাতিতা তথা মামলকারী ইশরাত জাহান।
images (4)মোদী নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতেই বিজেপি সংখ্যালঘু সেলের মহিলারা প্রচার করেছিলেন, মোদী খুদা কা নুর হ্যায়, ভারত কা কোহিনুর হ্যায়। উমা বানো, নুরজহান, শাবিনা বেগমের মতো মুসলিম মহিলারা বলেছিলেন, তিন তালাক, হালালার মতো প্রথা থেকে মুক্তি দেবেন মোদী। তিন তালাক থেকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন নমো। ক্ষমতায় আসার পর ১০০ দিন পুরো হওয়ার আগেই কথা রাখলেন নরেন্দ্র মোদী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*