আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই ।। চকলেট, চিপস এবং আইসক্রিমের প্রলোভন দেখিয়ে শিশু অপহরনের চেষ্টা করতে গিয়ে ধৃত এক যুবক। ঘটনা রাজধানীর উন্নয়ন সংঘস্থিত শংকরাচার্য স্কুল সংলগ্ন এলাকায়। জানা যায়, সোমবার বিকেল ৩টা নাগাদ ঐ এলাকায় টি আর ০১ ইউ ৯১০৯ নম্বরের একটি স্কুটি নিয়ে সভ্য সুসজ্জিত পোষাকে একটি যুবক এসে এলাকার ৭ বছরের একটি শিশুকে অপহরনের চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগীতায় আটক করা হয় যুবকটিকে। খবর পেয়ে এ ডি নগর থানার পুলিশ গিয়ে যুবক টিকে আটক করে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।