কাঠগড়ায় স্পেনের রাজকুমারী

spnরাজা ষষ্ঠ ফিলিপের বোন রাজকুমারী ক্রিস্টিনা রাজপরিবারের ইতিহাসে প্রথমবারের মত বিচারের কাঠগড়ায় দাঁড়ান।
তার বিরুদ্ধে কথিত কর জালিয়াতির অভিযোগে বিচারের নির্দেশ দিয়েছেন স্পেনের এক বিচারক।
মালোরকা দ্বীপের একটি আদালতে ৪৯ বছর বয়সী ক্রিস্টিনার বিরুদ্ধে স্বামীর ব্যবসা-সংক্রান্ত বিষয়ে কর জালিয়াতির দু’টি অভিযোগ আনা হয়েছে।
স্পেনের রাজা হুয়ান কার্লোসের কনিষ্ঠা কন্যা স্পেনের রাজকুমারী ক্রিস্টিনাকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতের পেছনের দরজা দিয়ে আদালতের ভেতরে ঢোকানো হয়। আদালত ভবনের সামনের ফটকের বাইরে এ সময় বিক্ষোভকারীদের স্লোগান দিতে দেখা যায়।
প্রিন্সেস ক্রিস্টিনার স্বামীর আর্থিক অনিয়মে তার জড়িত থাকার বিষয়টি নিয়ে তদন্তের অংশ হিসেবে তাকে আদালতে হাজির হতে হয়।
তার স্বামী ইনাকি উরদানগারিনের বিরুদ্ধে লাখ লাখ ইউরোর সরকারি তহবিল তছরূপের অভিযোগ আনা হয়েছে। রাজা হুয়ান কার্লোসের কনিষ্ঠা কন্যাকেও জালিয়াতি ও অর্থপাচারের জন্য সন্দেহের তালিকায় রাখা হয়েছে।
অভিযোগ করা হয়েছে নুস নামে অলাভজনক একটি সংস্থা, যার প্রেসিডেন্ট প্রিন্সেস ক্রিস্টিনার স্বামী, সেই সংস্থা সরকারের ঠিকাদার হিসেবে বেশ কয়েকটি খেলাধূলার অনুষ্ঠান আয়োজন করে।
প্রত্যেকটি অনুষ্ঠানের জন্য সংস্থাটি বিপুল পরিমাণ অর্থ নেয়। ক্রিস্টিনার স্বামী সাড়ে ৫ মিলিয়ন ইউরোর বেশি অর্থাৎ প্রায় সাড়ে সাত মিলিয়ন ডলার তছরূপ করেছেন।
প্রিন্সেস ক্রিস্টিনা ব্যক্তিগত ব্যয় দেখিয়ে এ অর্থের একটা অংশ খরচ করেছেন বলেও অভিযোগ করা হয়েছে। এ কেলেঙ্কারি স্পেনের রাজপরিবারের ভাবমূর্তিতে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*