গার্ড অব অনার রাজ্যের নতুন রাজ্যপাল পদ্মনাভ কে, সোমবার রাজভবনে শপথ

Untitled-11

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই/(NUT) :  রবিবার রাজ্যে এলেন ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত রাজ্যপাল পদ্মনাভ বালাকৃষ্ণ আচারিয়া। শনিবার নাগাল্যান্ডের ১৯তম রাজ্যপাল হিসাবে তিনি দায়িত্ব নিয়েছেন। এদিকে ত্রিপুরার রাজ্যপাল হিসাবেও অতিরিক্ত দায়িত্ব সামলাবেন।

শনিবার বিকালের বিমানে আগরতলা পৌছেন ত্রিপুরার নতুন রাজ্যপাল পদ্মনাভ বালাকৃষ্ণ আচারিয়া। ত্রিপুরা রাজ্য পুলিশের তরফে উনাকে গার্ড অব অনার দেওয়া হয়।

সোমবার বিকেল ৫টায় রাজভবনে ত্রিপুরার রাজ্যপাল হিসাবে শপথ নেবেন পদ্মনাভ বালাকৃষ্ণ আচারিয়া।

Untitled-12 Untitled-13

সুমন ঘোষের তোলা ছবি।

FacebookTwitterGoogle+Share

Comments are closed.