যমজ বোনের ৭ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয়

jmjঅদম্য মনোবল আর সাহস নিয়ে সাতটি মহাদেশের সাতটি উচ্চতম শৃঙ্গ ছুঁয়ে রেকর্ড গড়লেন ভারতের দেরাদুনের যমজ দুই বোন৷দু’বছর আগে আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো থেকে শুরু হয়েছিল তাশি ও নাঙ্গশি মালিকের এ অভিযান৷ এরপর পাহাড় জয়ের নেশায় মেতে ওঠেন বছর তেইশের এই দুই তরুণী৷
একে একে মাউন্ট এভারেস্ট (এশিয়া), মাউন্ট এলব্রুস (ইউরোপ), মাউন্ট অ্যাকনক্যাগুয়া (দক্ষিণ আমেরিকা), মাউন্ট কারস্টেনত্‍জ পিরামিড (ওশিয়ানিয়া), মাউন্ট ম্যাকিনলে (উত্তর আমেরিকা)-এর শীর্ষ জয় সাফল্যের মুকুটে একটি করে পালক জুড়তে থাকে৷
শেষ জয়টি করেন আন্টার্কটিকার মাউন্ট ভিনসন ম্যাসিফ। ১৬ ডিসেম্বরের এ সাফল্যের পরই রেকর্ডের খাতায় নাম ওঠে দু’বোনের৷ সাতটি মহাদেশের সাতটি উচ্চতম শৃঙ্গে আরোহণকারী প্রথম যমজ বোনের স্বীকৃত পান তারা৷
দেরাদুনের জোহরি গ্রামে জন্ম দুই বোনের৷মালিক পরিবারে তারাই প্রথম পর্বতারোহী৷ তবে পাহাড়ের প্রতি ভালোবাসার ক্ষেত্রে তাদের বাবা অবসরপ্রাপ্ত কর্নেল ভি এস মালিকের অবদান যে যথেষ্ট তা এক কথায় স্বীকার করেন দু’বোন৷
বাবার উৎসাহেই ২০০৯ সালে উত্তরকাশীর ‘নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং’-এর বেসিক মাউন্টেনিয়ারিং কোর্সে যোগ দেন দুই বোন৷ এরপর পাহাড়ের প্রেমে পড়ে যাওয়াকে সম্বল করেই অ্যাডভান্স, সার্চ, রেসকিউ ও মাউন্টেনিয়ারিং ইনস্ট্রাকটরের কোর্সে যোগ দেয়া৷ মেয়েদের সাফল্যে সবচেয়ে খুশি তাদের বাবা৷
গর্বিত বাবা জানান, ১৬ ডিসেম্বর স্থানীয় সময় বিকেল চারটায় ভিনসন শৃঙ্গে পৌঁছে দু’বোন৷ এবার অবশ্য লক্ষ্য ‘এক্সপ্লোরার্স গ্রান্ড স্লাম’৷ স্কি করে উত্তর ও দক্ষিণ মেরুতে পৌঁছে এ খেতাব জিতে নিতে চায় তারা৷
২০১৩ সালের ১৯ মে মাউন্ট এভারেস্টের শৃঙ্গে উঠেও একটি রেকর্ডের অধিকারি হয়েছিলেন দু’বোন৷ বিশ্বে এভারেস্ট জয়ী প্রথম যমজ বোন তারাই৷ নিউজিল্যান্ড-ভারত স্পোর্টস স্কলারশিপের প্রথম সুযোগও পেয়েছেন তাশি ও নাঙ্গশি৷সেই স্কলারশিপের সুবাদেই স্পোর্টসের একটি বিশেষ কোর্স করবেন তারা৷
পাহাড়ের প্রতি এই প্রেম অবশ্য তাদের পড়াশোনায় বিঘ্ন ঘটায়নি৷ মুসৌরির গুরু নানক ফিফথ সেন্টেনারি স্কুলে পড়াশোনা শেষ করার পর ডিসট্যান্স এডুকেশনেই উচ্চশিক্ষা চালিয়ে যাচ্ছেন দু’বোন।
এরই মধ্যে সাতটি উচ্চতম শৃঙ্গজয়ের স্বপ্নপূরণ৷ ‘দ্য সেভেন সামিটস ক্লাব’-এ স্থান পাওয়া যেকোনো পর্বতারোহীর কাছে হাতে চাঁদ পাওয়ার সামিল৷ভিনসন শৃঙ্গ জয় দেরাদুনের দু’বোনকে সেই সুযোগই করে দিয়েছে৷ সূত্র : এই সময়

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*