দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২২ ডিসেম্বর ।। দিল্লীতে তৃণমূল সাংসদরা বঙ্গে CBI হানার বিরুদ্ধে নতুন নতুন কায়দায় প্রতিবাদ জানাচ্ছেন। পশ্চিমবাংলায় তৃণমূল সুপ্রীমো মমতা ব্যানার্জী অঘোষিত যুদ্ধ ঘোষনা করে কেন্দ্রের অঙ্গুলী হেলনে CBI-র দাদাগিরিকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভাঙ্গার অপকৌশল বলে আখ্যায়িত করেছে। মোদীর ত্রিপুরা সফর নিয়ে রাজ্যের ক্ষমতাসীন দলের ভূমিকা নিয়েও কটাক্ষ করেছেন। রাজ্য তৃণমূল নেতৃত্ব স্বীকার করলেও রাজনীতির আবহাওয়ায় বিজেপির বাড়বাড়ন্ত তৃণমূলের লড়াইকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের। সোমবার, প্যারাডাইস চৌমুহনীতে তৃণমূল ট্রেড ইউনিয়নের গন অবস্থানে রাজ্যের বর্তমান অবস্থার জন্য ক্ষমতাসীন দলের তীব্র ভাষায় সমালোচনা করা হয়, পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সমালোচনায় ঝাড়ু হাতে মোদীর ভূমিকা নিয়ে স্বচ্ছ ভারতের ভূমিকাকে নেতিবাচক শব্দে উপস্থাপিত করা হয়েছে।