দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২২ ডিসেম্বর ।। অঙ্কুর থেকে বিনাশের বিশ্বব্যাপী সব ঘটনাকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে সংবাদ মাধ্যম। চলমান পৃথিবীর প্রতিটি পদক্ষেপের সঙ্গে পথ পাড়ি দিচ্ছে সংবাদ মাধ্যম। কাগজের বুকে অক্ষর বিন্যাসে আবার কখনো ছবি হয়ে বিশ্বের ঘটনা প্রবাহ প্রিন্ট আর ইলেকট্রনিক্স মিডিয়ার দৌলতে মুহূর্তেই পৌঁছে যাচ্ছে জনমানসে। সম্প্রতি পাকিস্থানের পেশোয়ারে সংঘটিত নারকীয় শিশু হত্যা গোটা পৃথিবীর মানুষকে স্তম্ভিত করে দিয়েছে – জেহাদের নামে শিশু বলিতে জাত, পাত, ভুলে গোটা পৃথিবীর মানুষ ধিক্কারে পথে নেমেছেন। পৃথিবীর সঙ্গে একাত্মতা প্রকাশে সোমবার আগরতলায় সাংবাদিক সহ সাধারন মানুষ বিশ্বের বুকে নিরীহ মানুষের নির্মম হত্যার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ জানিয়ে প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল শুরু করে বিভিন্ন পথ পরিক্রমা করেছে। পথ পরিক্রমার পর পাকিস্থানের পেশোয়ারে যে সব শিশুদের নৃশংস ভাবে হত্যা করেছে তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে সাংবাদিক সহ সাধারন মানুষ মোমবাতি জ্বালিয়েছে।