ভক্তকূলের উচ্ছ্বাসের মধ্যদিয়ে মনসা পূজো সম্পন্ন

mnআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট ৷৷ মনসা হলেন একজন লৌকিক হিন্দু দেবী। তিনি আবার সর্পদেবী হিসাবে পরিচিত। শিবভক্ত চাঁদ সওদাগরের বাহাতে মনসা পূজোর মধ্য দিয়েই মর্তে প্রচলন হয়েছিল মা মনসা পূজোর। শিবভক্ত চাঁদ সওদাগর কোনো মতেই রাজি ছিলেন না মনসা পূজো দিতে, তাই মা মনসার রোষে চাঁদ সওদাগরের ব্যবসা বাণিজ্যের অনেক ক্ষতি হয়েছিল। অবশেষে পূত্র লক্ষ্মীন্দরের প্রান বাঁচানোর ফলে বেহুলার কথায় বাহাতে মনসা পূজো দিয়েছিলেন চাঁদ সওদাগর। মনসা নাগ-রাজ বাসুকীর ভগিনী এবং ঋষি জরৎকারুর স্ত্রী। তাঁর অপর নামগুলি হল বিষহরি বা বিষহরা , নিত্যা ও পদ্মাবতী। পুরাণ ও কিংবদন্তি অনুসারে, মনসার পিতা শিব ও স্বামী জরৎকারু মনসাকে প্রত্যাখ্যান করেছিলেন। মনসার সৎ-মা চণ্ডী তাঁকে ঘৃণা করতেন। এই কারণে মনসা অত্যন্ত উগ্র স্বভাব ও অসুখী এক দেবী। এখন মর্তে প্রায় ঘরে ঘরেই পূজো হয় মা মনসার। কেউ মহা সমারোহে আবার কেউ সাধ্যের গন্ডিতে থেকে মনসা পূ্জো করেছেন। লক্ষ্যনীয় ব্যাপার হচ্ছে ইদানীং যে কোনো পূজোতেই ভক্তকূলের যে উচ্ছাস দেখা যায় সেই একই প্রভাব মনসা পূজোতেও দেখা গেছে। রবিবার খুব ধুম ধামের সহিত আনেক গ্রিহস্তের ঘরে মা মনসার পূজো হয়েছে। পূজা শেষে ভক্তদের মধ্যে অঞ্জলি প্রদান করা হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*