আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট ৷৷ সামাজিক দায়বদ্ধতায় এগিয়ে এলো স্কাউট এন্ড গাইডের রাণীর বাজার শাখার সদস্যরা। ৭৩তম স্বাধীনতা দিবসের পূর্ণ দিনে সামাজিক কাজে নিজেদের নিয়োজিত করলো স্কাউট এন্ড গাইডের রাণীর বাজার শাখার সদস্যরা। বৃহস্পতিবার সকালে স্কাউট এন্ড গাইডের রাণীর বাজার শাখার তরফে বৃদ্ধাশ্রমের আবাসিকদের শুকনো খাবার প্রদান করা হয়। পাশাপাশি এদিন রাতে আগরতলা শহরের পথে যাদের বাস তাদের হাতে খাবার তুলে দিল স্কাউট এন্ড গাইডের রাণীর বাজার শাখার কর্মকর্তারা। স্কাউট এন্ড গাইডের রাণীর বাজার শাখার ইন-চার্জ রাজীব সাহার নেতৃত্বে শহরের পথ শিশু সহ অভুক্ত লোকেদের হাতে খাবার তুলে দেওয়া হয়।