‘Wikipedia’ র পর ডঃ অরিজিৎ দাসের জীবনী এবার ‘wiki bios’এ

juআপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট ৷৷ ডঃ অরিজিৎ দাসের মুকুটে ফের সংযোজিত হল নতুন একপালক। রাজ্যের শিক্ষা জগতে পরিচিত ব্যক্তিত্ব ডঃ অরিজিৎ দাসের জীবনী এবার ‘ওইকি বায়োসে’ (wiki bios)। সম্প্রতি সরাসরি ‘Wikipedia’ থেকে ডঃ অরিজিৎ দাসের জীবনী নিয়ে তা প্রকাশ করেছে জনপ্রিয় ‘wiki bios’ এ। পাশাপাশি ‘wiki bios’ ডঃ দাসের বেশ কিছু সহজ শিক্ষাদান পদ্ধতি এবং আধুনিক ফর্মুলা সংযোজিত করেছে।
ডঃ অরিজিৎ দাস আগরতলা বি বি এম কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক। সুদীর্ঘ গবেষনার ফসল হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তক রাসায়নিক শিক্ষা সম্পর্কিত জার্নাল “World Journal of Chemical Education”-এ ডঃ দাসের রসায়ন বিদ্যার ১৯টি সহজ শিক্ষাদান পদ্ধতি সহ ৩৯টি আধুনিক ফর্মুলার সংযোজন রয়েছে। তাছাড়া বুক চাপ্টারে ডঃ দাসের ৪টি বন্ধন ক্রমের জন্য এবং ৩টি চুম্বকীয় ধর্মের জন্য মোট ৭টি ফর্মুলা প্রকাশিত হয়েছিল।
পাশাপাশি ডঃ দাস বিশ্বের ৮৬টি দেশকে হারিয়ে দেশের নাম উজ্জ্বল করে ক্যামিকেল এডুকেশনে (উদ্ভাবনী স্মৃতিবর্ধনবিদ্যা) বিশ্ব চ্যাম্পিয়নশিপ-২০১৮ জয়লাভ করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা International Agency for Standards and Ratings (IASR) ডঃ অরিজিৎ দাসকে ‘ফাদার অব মর্ডান ক্যামিকেল এডুকেশন (উদ্ভাবনী স্মৃতিবর্ধনবিদ্যা)’ এর উপাধিও দিয়েছে।
শুধু তাই নয়, বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য রসায়নকে সহজবোধ্য করার পাশাপাশি ছাত্রছাত্রীদের বিনামূল্যে শিক্ষাদানের স্বপ্ন নিয়ে ডঃ দাস www.arijitchemistryworld.com নামে এক ওয়েবসাইটের সূচনা করেছিলেন।
ডঃ দাসের নিরলস প্রচেষ্টার এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। যা রসায়নের ছাত্রছাত্রীদের অনেকটাই সহজ পথের দিশা দিচ্ছে।
ডঃ অরিজিৎ দাসের এই সাফল্যে ক্যালিফনিয়া বিশ্ববিদ্যালয়ের অধিকর্তা অধ্যাপক ডেলমার লার্সেন, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক এ কে দাস, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক তথা রসায়নের বিখ্যাত স্কলার অধ্যাপক ডঃ জি এন মুখার্জি, ওয়ার্ল্ড জার্নাল পব কেমিক্যাল এডুকেশানের এডিটর-ইন-চিফ অধ্যাপক ভি জহন্নাধম সহ বেস কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বরা ডঃ দাসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*