আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট ৷৷ আসন্ন পাহাড়ের নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে বিজেপি’র দলীয় কর্মসূচীর সূচনা করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সম্পাদিকা তথা সাংসদ প্রতিমা ভৌমিক। এদিন ধনপুর মণ্ডল জনজাতি মোর্চার উদ্যোগে দক্ষিণ তৈবান্দালে আয়োজিত প্রকাশ্য সভায় বিজেপি সম্পাদিকা তথা সাংসদ প্রতিমা ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সুভাষ চন্দ্র দাস প্রমুখ। এদিন তিনি বলেন, ৩৪০ টাকা করে রেগার হাজিরা করা হবে। রেশনে ৭৫ টাকা লিটার দরে সরষের তেল প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।