আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট ৷৷ রাজধানী আগরতলার একটি হোটেলের রুম থেকে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। জানা যায়, শনিবার সকালে আগরতলার সেন্ট্রাল রোডস্থিত রূপারতরী হোটেল এন্ড রেস্টুরেন্টের ২০৫ নম্বর রুম থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। জানা যায়, হোটেল কর্তৃপক্ষ ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পূর্ব থানার পুলিশ এসে মৃতদেহ নামিয়ে ময়না তদন্তের জন্য পাঠায়। জানা যায়, মৃত ব্যক্তির নাম কমল সাহা। বাড়ি আসামের গুয়াহাটিতে। পূর্ব আগরতলা থানার এক পুলিশ অফিসার জানান প্রাথমিক ভাবে মনে হচ্ছে কমল সাহা আত্মহত্যা করেছে। তবে ঘটনার তদন্ত চলছে। কমল সাহার প্যান্টের পকেট থেকে একটি সুইসাইট নোট পাওয়া গিয়েছে। তবে তাতে কি লেখা রয়েছে, তদন্তের স্বার্থে পুলিশ মুখ খুলতে নারাজ।