নাইজেরিয়া, ২৩ ডিসেম্বর ।। নাইজেরিয়ায় বোমা হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। নাইজেরিয়ার একটি বাস টার্মিনাল ও একটি মার্কেটে বোমা হামলা করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৬০ জন।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
কে বা কারা এ হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে হামলার ধরন দেখে কর্মকর্তারা বলছেন, কট্টরপন্থী সংগঠন বোকো হারাম এ হামলা দুটি চালাতে পারে।
ওরিয়েন্টাল ন্যাশনাল এজেন্সির মুখপাত্র মাতো ইয়াকুবু জানান, আগে থেকেই বাসস্ট্যান্ডে বোমাটি রাখা হয়েছিল। একটি বাসে যখন যাত্রীরা উঠছিল তখন ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে দেশটির বিদ্রোহী সংগঠন বোকো হারাম সাধারণত এ ধরনের হামলা চালিয়ে আসছে। এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, চলতি বছর বোকো হারামের হামলায় অন্তত দেড় হাজার লোক নিহত হয়েছে।