আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট ৷৷ বেপরোয়া গতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হল দুই কলেজ পড়ুয়া ছাত্র। ঘটনা খোয়াই পহরমুড়ায় এলাকায়। জানা যায়, শনিবার সকালে অ্যাড্রিন দেববর্মা ও ইয়াদ্রি দেববর্মা নামে দুই কলেজ পড়ুয়া ছাত্র বাইক নিয়ে বেরিয়ে গতি নিয়ন্ত্রিত করতে না পেরে বাইক সহ নদীতে পরে যায়। এতে গুরুতর আহত এই দুই ছাত্র। পরে আহতদেরকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের আগরতলা জি বি হাসপাতালে রেফার করা হয়। নদী থেকে বাইকটি উদ্ধার করেছে পুলিশ।