আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট ৷৷ নেশা বিরোধী অভিযানে এবার বড়সড় সাফল্য পেল তেলিয়ামুড়ার মুঙ্গিয়াকামী থানার পুলিশ। জানা যায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই নেশা কারবারিকে আটক করে মুঙ্গিয়াকামী থানার পুলিশ। পাশাপাশি প্রায় ৯৫ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। জানা গেছে, উদ্ধার করা গাঁজার বাজার মূল্য প্রায় কয়েক কোটি টাকা হবে।