আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ সেপ্টেম্বর || গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই নাশা কারবারিকে আটক করলো পুলিশ। পাশাপাশি প্রচুর নেশা সামগ্রীও উদ্ধার করলো পুলিশ৷ জানা যায়, শনিবার রাত ১০টা নাগাদ টাকারজলা থানার ওসি অজয় দেববর্মার নেতৃত্বে টাকারজলা থেকে জেনি দেববর্মা এবং দিবান্ত দেববর্মা নামে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, পুলিশ তাদের কাছ থেকে ৩৫টি ব্রাউন সুগার কৌটা ও ১১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
জানা যায়, গত বুধবার ড্রাগস কারবারি সুধীর দেববর্মা ও ধনঞ্জয় দেববর্মাকে গ্রেফতার করেছিল টাকারজলা থানার পুলিশ। ওরা বর্তমানে পুলিশ রিমান্ডে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের জিজ্ঞাসাবাদে একে একে বেরিয়ে আসছে অন্য নেশা কারবারিদের নাম। এর ভিত্তিতেই শনিবার অভিযান চালায় পুলিশ।