বিমা বিল সংসদে পাস হলনা অধিবেশনের শেষ দিনেও

prlmntনয়াদিল্লি, ২৩ ডিসেম্বর ।। বিমা বিল শেষপর্যন্ত সংসদে পাস করাতে পারল না সরকার। এবিষয়ে সরকার অর্ডিন্যান্সই জারি করতে চলেছে বলে সংশ্লিষ্ট মহলের খবর। আজই ছিল সংসদের শীতকালীন অধিবেশনের শেষ দিন। ধর্মান্তরণ ইস্যুতে বিরোধীদের তুমুল হট্টগোলের মধ্যে লোকসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে যায়।
কদিন ধরেই এই বিষয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করছিল একাধিক বিরোধী দল। অন্যদিকে রাজ্যসভায় এদিন দিল্লির কলোনি উন্নয়ন সংক্রান্ত একটি বিল পাশ হয়।এরপর অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেন চেয়ারম্যান হামিদ আনসারি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*