শচীনকে ছাড়িয়ে গেলেন কোহলি

vrtভারতের হয়ে বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসাবে সেঞ্চুরির সেঞ্চুরি করেছেন শচীন টেন্ডুলকার। জিতে নিয়েছেন দেশে সর্বোচ্চ সন্মান। সেই শচীনকে কি ছাড়িয়ে যেতে পারবেন ভারতের উদীয়মান ব্যাটসম্যান বিরাট কোহলি। তবে সেগুলো এখনো অপেক্ষার বিষয় হলে একটি গুরুত্ত্বপূর্ণ বিষয়ে শচীনকে টপকালেন বিরাট কোহলি।
অনেকে বলছেন, টেস্টে না হলেও ওয়ানডেতে ভারতের ক্রিকেট কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে কোহলির। টুইটারে টেন্ডুলকারকে জনপ্রিয়তায় টপকে সবচেয়ে বেশি অনুসারী ভারত দলের বর্তমান সহ-অধিনায়কের।
মঙ্গলবার পর্যন্ত টুইটারে কোহলির অনুসারীর সংখ্যা ৪৮ লাখ ৭০ হাজার ১৯০ জন। সেখানে টেন্ডুলকারের ৪৮ লাখ ৬৯ হাজার ৮৪৯ জন।
অক্টোবরে ৪০ লাখ অনুসারী পূর্ণ হওয়ার পর কোহলি একটি সেলফি পোস্ট করে লিখেছিলেন, ‘এটি ৪০ লাখ অনুসারীর সেলফি। আশা করি, আপনার পছন্দ হয়েছে।’
টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার পর নতুন কোনো ছবি পোস্ট বা কিছু লেখেননি কোহলি। ভারতীয় ক্রীড়া ব্যক্তিত্বের মধ্যে কোহলি-টেন্ডুলকারের পর সবচেয়ে বেশি অনুসারী মহেন্দ্র সিং ধোনির—৩৩ লাখ ৮০ হাজার জন।
তবে বিরাট কোহলি নিজেকে ধরে রাখতে পারলে অনেক উচ্চতায় পৌঁছে যাবে বলে ক্রিকেট বিশেষজ্ঞদের ধারনা। তথ্যসূত্র: পিটিআই।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*