আমেরিকার সেন্ট লুসিয়ায় আবার পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ তরুণ নিহত হয়েছে। গত আগস্টে আরেক কৃষ্ণাঙ্গ মাইকেল ব্রাউন নিহত হওয়ার জেরে দেশটিতে চলা বিক্ষোভের মধ্যে এ ঘটনা ঘটল।
তবে পুলিশ দাবি করছে, “কৃষ্ণাঙ্গ তরুণটির হাতে পিস্তল ছিল এবং তা দিয়ে সে পুলিশকে মারতে উদ্যত হয়।”
এনটনিও মার্টিন নামের ওই তরুণ নিহত হওয়ার পর ঘটনাস্থল মিসৌরির বারকেলেতে বিক্ষোভকারীরা জড়ো হয়েছে। তবে পুলিশকে তাদের বিক্ষোভে বাধা দিতে দেখা গেছে।
পুলিশের মুখপাত্র ব্রায়ান স্কেলম্যান বলেন, “মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদস্যরা তাদের নিয়মিত কাজ করছিল। এ সময় দুই যুবক তাদের দিকে এগিয়ে আসে। একজন তার হাতের বন্দুক থেকে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। পরে পুলিশের ধাওয়ায় এক সহযোগী পালিয়ে যায় এবং অন্যজন মারা যায়।”
সূত্র: বিবিসি