চিকিত্‍সার যন্ত্রপাতিতে ১০০ শতাংশ বিদেশি বিনোয়োগ অনুমোদন করল কেন্দ্রীয় সরকার

dtrচিকিত্‍সার যন্ত্রপাতিতে এবার ১০০ শতাংশ বিদেশি বিনোয়োগ অনুমোদন করল কেন্দ্রীয় সরকার। বর্তমানে চিকিত্‍সার যন্ত্রপাতি পড়ে ফার্মাসিউটিক্যাল সেক্টরের আওতায়।
বুধবার গ্রিনফিল্ড বিনিয়োগ বা ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশনে বোর্ডের (FIPB) হাত ধরে এল ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগের অনুমোদন। ব্রাউনফিল্ড বিনিয়োগের জন্য এখনও FIPB-র অনুমোদন প্রয়োজন। এই মুহূর্তে ভারত প্রয়োজনীয় চিকিত্‍সার যন্ত্রপাতির ৭০ শতাংশ বিদেশ থেকে আমদানি করে। দেশে মোট ৭ বিলিয়ন মার্কিন ডলারের ইন্ডাস্ট্রি এই যন্ত্রপাতির।
দেশের ড্রাগ কোম্পানিগুলোর মতো চিকিত্‍সার যন্ত্রপাতির ইন্ডাস্ট্রি অত বড় না হওয়ায় এক্ষেত্রে দেশি ব্যবসায় বিশেষ প্রভাব পড়বে না বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। -জি নিউজ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*