অপারেশন চলাকালীন সেলফি তোলায় সাসপেন্ড ডাক্তাররা

cnচিন, ২৪ ডিসেম্বর ।। সেলফি জ্বরে ঘায়েল হলেন খোদ ডাক্তাররা। চিনের এক হাসপাতালে একদল ডাক্তার অপারেশন চলাকালীন দাঁড়িয়ে পড়েন সেলফি তুলতে। সেলফি তোলার সময় অপারেশন চালকালীন সব ডাক্তাররাই হাসি মুখে দাঁড়িয়ে পড়েন।
সেই সময় চলছিল বেশ জটিল একটি অপারেশন। এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তাঁরা। এরপরই বিতর্কের ঝড় শুরু হয়। কীভাবে এমন দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে ডাক্তররা অপারেশনের মাঝপথে ছবি তুলে অপেশাদারিত্বের পরিচয় দিলেন তা নিয়েই ওঠে প্রশ্ন। সেই ডাক্তরদেই সাসপেন্ড করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে কী একটাই ভাল খবর। সেই অপারেশনটি সফল ছিল, রোগীও সেরে উঠে সেই সেলফিতে ‘লাইক’ দিয়েছেন। -জি নিউজ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*