৬৩ বছর একসঙ্গে কাটানোর পর একসঙ্গেই মারা গেলেন দম্পতি

10452314_819230654777324_1512826449274663668_n

ক্যালিফোর্নিয়া, ৪ আগষ্ট ।। ডন ও ম্যাক্সিম সিম্পসন। জীবনের ৬০ দশকেরও বেশি সময় কাটিয়েছেন একসঙ্গে। ভালবাসায়। আর জীবনকে বিদায়ও জানালেন একসঙ্গেই।
চল্লিশের দশকে ক্যালিফোর্নিয়ার বেকরাসফিল্ডে বোলিং অ্যালেতে আলাপ ডন ও ম্যাক্সিমের। আর গত সপ্তাহে পাশাপাশি বিছানায় শুয়ে মাত্র ৪ ঘণ্টার ব্যবধানে মারা গেলেন দুজনে। মৃত্যুশয্যায় একসঙ্গে তাঁদের শেষ ছবি সংগ্রহ করে রেখেছে তাদের পরিবার। স্থানীয় এক নিউজ স্টেশনকে তাঁদের নাতনি মেলিসা স্লোন জানান, “তাঁরা একসঙ্গে পৃথবী ছেড়ে চলে গেলেন। সত্যিই অসাধারণ। ওদের গল্পো সত্যিই খুব সুন্দর। ডন শুধু চাইতেন ওনার ভালবাসার সঙ্গে থাকতে। আমার ঠাকুমাকে উনি পৃথিবীর সবেথেকে বেশি ভালবাসতেন।”
পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে গিয়েছিল ডনের। হাসপাতালে চিকিত্‍সাধীন থাকাকালীন তাঁর অবস্থার অবনতি হতে থাকে। সেইসঙ্গেই অবস্থার অবনতি হতে থাকে ক্যানসার আক্রান্ত ম্যাক্সিমেরও। পরিবারের ইচ্ছায় তাঁরা বাড়িতেই একই ঘরে থাকতে শুরু করেন। স্লোন জানান, “ঠাকুমা যখন মারা যান তখন তাঁর হাত ধরে ছিলেন ডন। ওনারা জানতেন একে অপরের পাশেই রয়েছেন। ঠাকুরদাকে ওই ঘর থেকে বের করে নিয়ে আসার পরই তিনি মারা যান। ঠাকুমার মৃত্যুর মাত্র ৪ ঘণ্টা পর। এটাই বোধহয় ওনাদের সেরা মৃত্যু।” [সৌজন্যে জি নিউজ]

FacebookTwitterGoogle+Share

Comments are closed.