ভয়াবহ দুর্ঘটনা ঘটল দিল্লির হাইওয়েতে

carনয়াদিল্লি, ২৪ ডিসেম্বর ।। সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকেছে দিল্লি। বুধবার এক ভয়াবহ দুর্ঘটনা ঘটল দিল্লির হাইওয়েতে। ২৫টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত হল ২ জন। আহত হয়েছে ২৫ জন। যমুনা এক্সপ্রেসওয়েতে সারি সারি হয়ে দাঁড়িয়ে দুর্ঘটনাগ্রস্থ সব গাড়ি। এক অন্যরকম ভয়াবহতা ছবি উঠল।
সকাল ৯টা থেকে গ্রেটার নয়ডা যাওয়ার রাস্তায় ১ কিলোমিটার জুড়ে পড়ে রয়েছে গাড়ি গুলি। ব্যাপক যান জটে ফেসেছে রাজধানী।
এই দুর্ঘটনায় একটি পর্যটকদের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দিল্লি পুলিস সূত্রে জানানো হয়েছে।
এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, ঘন কুয়াশায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য লেনে চলে আসে। তারপরই একে একে গাড়ি গুলি দুর্ঘটনার কবলে পড়ে।
ছবি- Indian Express.

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*