আমির মানেই ‘ব্রেক দ্য রেকর্ড’৷ তা সে বক্সঅফিস বা অভিনয়ের দক্ষতা যে কারণেই। সবাইকে পেছনে ফেলে আমিরই শেষ কথা। বছর শেষে আমিরের ‘পিকে’ ছাড়িয়ে গেল সবাইকে।
চারদিনে আমির খানের ‘পিকে’ ছবিটি আয় করেছে ১১৬.৬৩ কোটি রুপি। আর এ ছবিটি নিয়ে দর্শকদের কৌতুহল ছিল সবচেয়ে বেশি। ছবিতে পরিচালক এক অদ্ভুত নামের চরিত্র তৈরি করেছেন। নামটি হল পুনমিয়া কুশল সংক্ষেপে ‘পিকে’।
এ ছবিতে আমির খানের নায়িকা হিসেবে আছেন আনুশকা শর্মা। তিনি তার টুইটারে ভক্তদের উদ্দেশ্য করে লিখেছেন, ‘তোমাদের আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা। পিকে মুক্তির পর থেকে চারদিকে তোমাদের যে সাড়া পাচ্ছি, তা সত্যিই আমাকে আবেগপ্রবণ করে তুলেছে’।