দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ৪ আগষ্ট ।। সম্প্রতি প্রয়াত রাজ্যের সিপিআই(এম) -র বরিষ্ঠ নেতা তথা প্রবীন স্বাধীনতা সংগ্রামী প্রয়াত চিত্ত চন্দের স্মরন সভার আয়োজন করে সিপিআই(এম) রাজ্য কমিটি টাউন হলে। সোমবার টাউন হলের এই স্মরন সভায় পলিট ব্যূরো সদস্য তথা রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার দলের রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর সহ শীর্ষ স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্মরন সভায় বক্তারা প্রয়াত চিত্ত চন্দের মতো সমর্পিত প্রান কর্মীর জীবনাদর্শের নানা দিক তুলে ধরে যে বার্তা দিয়েছেন তাতে বর্তমানে নৈ্তিকতা, আদর্শ, কর্তব্য, নিষ্ঠা, আনুগত্য, ভাবাদর্শের প্রশ্নে চিত্ত চন্দের জীবনাদর্শ অনুসরনের কথা বলেছেন।