রাস্তায় ডলার কুড়ানোর ধুম

dlrব্যস্ত রাস্তায় ডলার পরিবহনকারী একটি গাড়ি বিধ্বস্ত হলে কোটি কোটি ডলার ছড়িয়ে পড়ে। এ ঘটনার পরপরই পথচারীরা নেমে পড়ে টাকা লুটপাটে। পুলিশ অবশ্য পথচারীদের ওই টাকা ফেরত দিতে বলেছে।
বিবিসির বুধবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ান চাই জেলার একটি ব্যস্ততম রাস্তা দিয়ে ৫২৫ মিলিয়ন হংকং ডলার (৬ কোটি ৮০ লাখ ইউএস ডলার) নিয়ে যাচ্ছিল একটি পরিবহনভ্যান। পথিমধ্যে দুর্ঘটনায় শিকার হলে ভ্যানটি থেকে অর্থ ছড়িয়ে পড়ে। এরপরই পথচারীরা তা কুড়াতে শুরু করে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রায় ৩ কোটি ৫০ লাখ হংকং ডলার (৪৫ লাখ ইউএস ডলার) খোয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বেশ কয়েকজন পকেট ভরে অর্থ নিয়ে চলে যায়।
অনেককে নিজ গাড়ি থেকে নেমে অর্থ কুড়িয়ে নিতেও দেখা গেছে।
এক প্রত্যক্ষদর্শী সাউথ চায়না মর্নিং পোস্টকে জানিয়েছেন, স্থানীয় এক নারীকে অন্তত ১০ বান্ডেল অর্থ নিয়ে যেতে দেখা গেছে।
হংকং পুলিশের পক্ষ থেকে লোকদের অর্থ ফিরিয়ে দিতে বলা হয়েছে। কেউ অর্থ ফেরত না দিলে তা ‘গুরুতর অপরাধ’ হিসেবে বিবেচিত হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*