প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযানের প্রচারে এবারে দেখা যাবে সৌরভ গাঙ্গুলিকে। বারাণসীতে গঙ্গাঘাটে আজ মহারাজকে স্বচ্ছ ভারত অভিযানে অংশ নিতে আহ্বান জানান মোদী। ভারতের প্রাক্তন অধিনায়ক ছাড়াও মোদী মনোনয়ন করেছেন সমাজকর্মী কিরণ বেদী, কমেডিয়ান কপিল শর্মা, নাগাল্যান্ডের রাজ্যপাল পদ্মনাভ বালকৃষ্ণ আচার্য, ওড়িশি নৃত্যশিল্পী সোনাল মানসিং, রামোজি গ্রুপের প্রধান রামোজি রাও, ইন্সটিটিউট অফ চ্যাটার্ড অ্যাকাউনটেন্ট অফ ইন্ডিয়া ও মুম্বইয়ের ডাব্বাওয়ালাদের। দেশের বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে বিভিন্ন সংগঠনগুলিকেও মোদী স্বচ্ছ ভারত অভিযানের অংশ হতে আহ্বান জানিয়েছেন।
মহত্ কাছে যুক্ত হতে পেরে গর্বিত। তবে রাজনীতি তিনি জীবনে করেননি। করবেনও না। অস্ট্রেলিয়া থেকে ২৪ ঘণ্টাকে ফোনে জানালেন মহারাজ। এর আগে মোদীর ডাকে সারা দিয়ে রাস্তা পরিস্কারে নেমে ছিলেন সচিন তেন্ডুলকর, আমির খান, সানিয়া মির্জা, সলমন খান সহ ভিন্ন ভিন্ন ক্ষেত্রে স্বনামধন্য ভারতীয়রা।