পেশাগত দায়িত্ব পালন তাদের জীবনে ডেকে এনেছে মৃত্যুকে। ২০১৪ সালে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন ৬৬ জন সাংবাদিক। অপহৃত হয়েছেন ১১৯ জন।
মঙ্গলবার এক ব্রিটিশ দৈনিকের প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকদের ওপর নির্যাতন নৃশংসতর হচ্ছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে অপহরণের সংখ্যাও।
সংঘর্ষ-অত্যাচারের খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের কী ভয়াবহ ঝুঁকির মুখে পড়তে হচ্ছে তা তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে।
ইসলামিক স্টেটের (আইএস) হাতে নিহত জেমস ফলি ও স্টিভেন স্টলফের শিরশ্ছেদের ঘটনা দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা হয়েছে। ২০০৫ সাল থেকে এখন পর্যন্ত বিশ্বে মোট ৭২০ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। ২০১৩ সালের তুলনায় চলতি বছর সাংবাদিক হত্যার ঘটনা সামান্য কমেছে।
গতবছর বিশ্বজুড়ে ৭১ জন সাংবাদিককে হত্যা করা হয়েছিল। চলতি বছর নিহত হয়েছে ৬৬ জন, যা গত বছরের তুলনায় ৭ শতাংশ কম।
প্রতিবেদনে সাংবাদিকদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ কর্মক্ষেত্র হিসেবে সিরিয়া, প্যালেস্তাইন, ইউক্রেন, ইরাক ও লিবিয়ার কথা উল্লেখ করা হয়েছে। চলতি বছর যেভাবে সাংবাদিকদের শুধু হত্যা করাই নয়, হত্যার ভিডিও প্রচার করা হয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল।
এবছর সাংবাদিক হত্যার ঘটনা কমলেও বেড়েছে অপহরণ। ২০১৩ সালের তুলনায় চলতি বছর অপহরণের ঘটনা বেড়েছে ৩৭ শতাংশ। এ বছর মোট ১১৯ জন সাংবাদিককে অপহরণ করা হয়েছে। এদের মধ্যে ইউক্রেন থেকে ৩৩ জন, লিবিয়া থেকে ২৯ জন ও সিরিয়া থেকে ২৭ জনকে অপহরণ করা হয়। বিশ্বজুড়ে এখনও ৪০ জন সাংবাদিককে বন্দি করে রাখা হয়েছে। ইউক্রেন, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় জঙ্গিরা সাংবাদিকের পণবন্দী করে রেখেছে।
ওই প্রতিবেদনে এও বলা হয়েছে, স্থানীয় সাংবাদিকরাই সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। অপহৃত সাংবাদিকদের ৯০ শতাংশই স্থানীয়। বর্তমানে সিরিয়ায় জঙ্গিদের হাতে ২২ জন সাংবাদিক বন্দী রয়েছেন।
এদের মধ্যে ১৬ জনই সিরিয়ার নাগরিক। অপরদিকে, গত ৮ ডিসেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ১৭৮ জন পেশাদার সাংবাদিক জেলবন্দী আছেন। এদের মধ্যে ২৯ জন চিনে, ইরানে ১৯, মিশরে ১৬ ও সিরিয়ায় ১৩ জন জেলবন্দি রয়েছেন।
সূত্র :ওয়েবসাইট