আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর ৷। মঙ্গলবার সকালে আগরতলা-বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস নির্ধারিত সময় ৫টা ১৫ মিনিটে বাধারঘাট স্টেশন থেকে ছাড়লেও ২ মিনিট চলার পর ইচা বাজার ক্রসিং গেটে এসে থমকে যায়। জানা যায়, হামসফর এক্সপ্রেস বাধারঘাট স্টেশন থেকে যোগেন্দ্র নগর স্টেশনের মাঝে ইচা বাজার ক্রসিং গেটে আটকে থাকে। পরে বাধারঘাট স্টেশন থেকে দ্বিতীয় ইঞ্জিন ডাকা হয়। প্রায় একঘন্টা দাঁড়িয়ে থাকার পর পেছন থেকে ইঞ্জিন লাগিয়ে হামসফর এক্সপ্রেসকে ঘুড়িয়ে নিয়ে যাওয়া হয় বাধারঘাট স্টেশনে। পরে ফের ৭টায় যাত্রা শুরু করে হামসফর। যাত্রীদের অভিযোগ, খারাপ ইঞ্জিন নিয়ে যাত্রা শুরু করে হামসফর এক্সপ্রেস, তাই এই বিপত্তি।