পরিবার নিয়ে ‘পিকে’ ছবির স্পেশাল শো দেখলেন সঞ্জয় দত্ত। ২৪ ডিসেম্বর ১৯৯৩-এর মুম্বই বিস্ফোরণ মামলায় সাজাপ্রাপ্ত সঞ্জয়ের দু’সপ্তাহ ছুটি মঞ্জুর করে ইয়েরওয়ারা জেল কর্তৃপক্ষ। বাড়ি ফিরেই বড়দিনটা স্ত্রী, বাচ্চাদের নিয়ে উপভোগ করলেন বলিউড অভিনেতা। পিকে-তে তিনি অভিনয়ও করেছেন।
ছবির পরিচালক রাজকুমার হিরানি এবং সহ-প্রযোজক বিধু বিনোদ চোপড়া মুম্বইয়ে এই ছবির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন। যদিও ছবির মূল দুই কুশীলব আমির খান ও অনুষ্কা শর্মা তাতে আসতে পারেননি। সঞ্জয়, স্ত্রী মান্যতা এবং সন্তান ইকরা ও শাহরানের সঙ্গে একসঙ্গে বসে পিকে দেখেছেন। তাঁকে পেয়ে তাঁর পরিবারও স্বভাবতই খুশি।
মুম্বই সিরিয়াল বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকায় দোষী সাব্যস্ত সঞ্জয়ের ৫ বছরের জেল হয়। পুণের ইযেরওয়াড়া জেলে রাখা হয় তাঁকে। এরই মধ্যে বেশ কয়েকবার প্যারোলে কিংবা ছুটিতে জেলের বাইরে এসেছেন সঞ্জয়।
এনিয়ে বিতর্ক কম হয়নি। যদিও সঞ্জয় ছুটি মঞ্জুর হওয়ায় বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন, ৫ মাস আগে ছুটির আর্জি জানিয়েছিলেন তিনি। সেই ছুটিই মঞ্জুর হল এতদিনে।
এর মধ্যেই মুন্নাভাই জেনেছেন, রাজকুমার হিরানি তাঁকে নিয়ে একটি জীবনীচিত্র বানাতে চান। এ নিয়ে তিনি হিরানির সঙ্গে আলোচনাও করবেন বলে জানিয়েছেন।
ছবির জন্য সঞ্জয় তাঁকে যাবতীয় তথ্য দিতেও শুরু করেছেন। এই ছবিতে তাঁর চরিত্রে অভিনয়ের জন্য অভিনেতা রণবীর কাপুরকে আপাতত বাছাই করা হয়েছে।