বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০২ ডিসেম্বর ৷। গোটা রাজ্যের সাথে তাল মিলিয়ে শান্তিরবাজারেও পালন করা হয় আই পি এফ টি’র গণঅবস্থান কর্মসূচী। সোমবার সকাল ৯টায় শান্তিরবাজারস্থিত হঠাৎ বাজারে এই গণঅবস্থান পালন করা হয়। জানা যায়, গোটা রাজ্যে আই পি এফ টি’র মোট ৩৩টি ডিভিশান রয়েছে। এই ডিভিশনের লোকজন মোট ৫ দফা দাবিকে সামনে নিয়ে রাজ্যে গণঅবস্থান পালন করে। জানা যায়, রাজ্য সহ এদিন দিল্লীর যন্ত্ররমন্ত্ররেও গণঅবস্থান চলে। এদিন বিকেল ৪টায় শেষ হয় আই পি এফ টি’র গণঅবস্থান কর্মসূচী।