আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ ডিসেম্বর ৷। রাজ্যের পূর্ত দপ্তরের আর্থিক কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত প্রাক্তন পূর্ত মন্ত্রী বাদল চৌধুরীর বিরুদ্ধে এফ আই আর প্রত্যাহার সংক্রান্ত আবেদন মামলায় সোমবার চূড়ান্ত শুনানি হল ত্রিপুরা হাই কোর্টে। এদিন ত্রিপুরা হাই কোর্টের প্রধান বিচারপতি এ এ কুরেশি এবং বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চে আবেদনের শুনানিতে অংশ নেন দুই পক্ষের আইনজীবীরা। এদিন উভয় পক্ষের বক্তব্য যাচাইয়ের পর ডিভিশন বেঞ্চ আগামী ১০ ডিসেম্বর রায়দানের ঘোষণা দেন।