রাশিয়ায় দুই বছরের কম সময়ের মধ্যে ক্ষেপণান্ত্র প্রতিরক্ষায় ব্যবহৃত রকেট ধ্বংসে সক্ষম ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে।
রুশ কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর কমান্ডার লে. জেনারেল সের্গেই কারাকাইয়েভ এ কথা জানিয়েছেন।
আরএস-২৬ নামে পরিচিত এ ক্ষেপণাস্ত্র অত্যন্ত গোপনে নির্মাণ করা হচ্ছে এবং এ সংক্রান্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
অবশ্য সের্গেই কারাকাইয়েভ জানান, আরএস-২৬’র পরীক্ষা আগামি বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা করা হয়েছে। ২০১৬ সালের মধ্যে এ ক্ষেপণাস্ত্রকে যুদ্ধে ব্যবহারের উপযোগী করে তোলা হবে বলে জানান তিনি।
ভ্রাম্যমান মঞ্চ থেকে উৎক্ষেপণযোগ্য আরএস-২৬ ক্ষেপণাস্ত্রে নিরেট জ্বালানি ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।
আরএস-২৬’এর নকশা তৈরি করেছে মস্কো ইন্সটিটিউট অব থার্মাল টেকনোলজি। এটি ‘রুবেহ্’ বা ‘আভাগ্রাদ’ কোড নামে পরিচিত।
রাশিয়ার আরআইএ নভোস্তি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী- এ পর্যস্ত চার দফা আরএস-২৬’র পরীক্ষা চালানো হয়েছে এবং এর মধ্যে তিনটিই সফল হয়েছে।