বড়দিনে ৫৮ খ্রিস্টানকে ধর্মান্তর

krsবড়দিনে কেরালায় খ্রিস্টান সম্প্রদায়ের ৫৮ জনকে ধর্মান্তরিত করেছে বিশ্ব হিন্দু পরিষদ। ঘর ওয়াপসি অর্থাৎ ঘরে ফেরা কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুটি মন্দিরে তাদেরকে ধর্মান্তরিত করা হয়।

তবে হিন্দু পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জোর করে নয় বরং স্বেচ্ছায় এসব পরিবারের সদস্যরা ধর্মান্তরিত হয়েছেন।

বিশ্ব হিন্দু পরিষদের জেলা সভাপতি বালাচন্দ্রন পিল্লাই গণমাধ্যমকে জানান, ২০টি খ্রিস্টান পরিবারের ৪২ জন সদস্যকে পনুকুন্নাম এলাকার পুথিয়াকাভু দেবী মন্দিরে ধর্মান্তরিত করা হয়। বাকি ১৬ জনকে থিরুনাকারা এলাকার শ্রী কৃষ্ণ স্বামী মন্দিরে ধর্মান্তরিত করা হয়।

পিল্লাই দাবি করেন, যাদের ধর্মান্তরিত করা হয়েছে তারা স্বেচ্ছায়ই ধর্মান্তরিত হয়েছে। তাদের ওপর কোনো জবরদস্তি করা হয়নি বলে তার দাবি।

তবে বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্র কিংবা রাজ্য কমিটি থেকে এ ধর্মান্তরকরণের বিষয়ে কোনো নির্দেশনা আসেনি জানিয়ে দলের রাজ্য সভাপতি কেরালা হাইকোর্টের সাবেক বিচারপতি এম রামচন্দ্র বলেন, কেন্দ্র কিংবা রাজ্য কমিটি কেউ ধর্মান্তরকরণের বিষয়ে কিছুই জানায়নি। তবে যারা স্বেচ্ছায় ধর্মান্তরিত হবে আমরা তাদের বিরুদ্ধে নই।

প্রসঙ্গত, বিজেপি ক্ষমতায় আসার পর চলতি বছর ডিসেম্বর থেকে ঘর ওয়াপসি নামে একটি কার্যক্রমের ঘোষণা দেয় হিন্দু পরিষদ। এর মাধ্যমে মুসলমান ও খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মে ধর্মান্তরিত নিম্নবর্ণের হিন্দুদের আবার হিন্দু ধর্মে ফিরিয়ে আনার ঘোষণা দেয়া হয়।
তথ্য সূত্র- এমটি নিউজ

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*