সুপ্রীম কোর্টে গৃহীত হল রাজ্যের চাকুরী মামলা ! সাংবাদিক সম্মেলনে বিদ্যালয় শিক্ষামন্ত্রী

10537057_346116838874139_7041995931858470675_n

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগষ্ট ।। রাজ্যের চাকুরী মামলা সোমবার সুপ্রীম কোর্টে গৃহীত হয়েছে। সাম্প্রতিক রাজ্য সরকারের চাকুরী নীতি বাতিল সম্পর্কিত ত্রিপুরা হাইকোর্টের রায়ের উপর সুপ্রীম কোর্ট সোমবার স্থগিতাদেশ দিয়েছে। একই সঙ্গে এই মামলার পরবর্তী শুনানী ১২ই সেপ্টেম্বর হবে বলে ঘোষণা করা হয়েছে। বিচারপতি জে এস খের এবং বিচারপতি আর কে আগরওয়ালকে নিয়ে গড়া সুপ্রীম কোর্টের ডিভিশন বেঞ্চ আজ চাকুরী বাতিল করা সম্পর্কিত তিনটি স্পেশাল লিভ পিটিশনই (এস এল পি) গ্রহণ করেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে একটি এস এল পি দায়ের করা হয়েছে। অন্য দুটি এস এল পি পৃথকভাবে শিক্ষকদের পক্ষ থেকে করা হয়েছে। একটি এস এল পি দায়ের করেছেন এমন শিক্ষকরা যাদের নোটিশ পাঠানো হয়েছিল এবং যাদের চাকুরী ৩১শে ডিসেম্বরের পর থাকবেনা বলে ঘোষণা করা হয়েছে।
অন্যটি দায়ের করেছেন এমন কয়েকজন শিক্ষক যাদের শুনানীতেই ডাকা হয়নি অথচ চাকুরী চলে যাবার কথা বলা হয়েছে।
আজ দুপুরে সচিবালয়ে নিজ কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ভারতের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে সন্তোষ ব্যক্ত করা রাজ্যের বিদ্যালয় এবং উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তী বলেন, সুপ্রীম কোর্ট আজ যে অবস্থান নিয়েছে তাতে আমরা সন্তুষ্ট। আমরা আশা নিয়েই সুপ্রীম কোর্টে গেছি যে সেখানে কিছু একটা হবে। তিনি বলেন, সুপ্রীম কোর্টে যাওয়া ছাড়া আমাদের কাছে আর কোন উপায় ছিলনা। শ্রী চক্রবর্তী জানান, সুপ্রীম কোর্ট আজ তিনটি এস এল পি-ই গ্রহণ করে বলেছে এই মামলাটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এর দ্রুত নিষ্পত্তি করব। উল্লেখ্য, এই মামলায় রাজ্য সরকারের পক্ষে আইনজীবী হিসাবে রয়েছেন এ্যাডভোকেট পি পি রাও, এ্যাডভোকেট গোপাল সিং এবং এ্যাডভোকেট রিতু রাজ বিশ্বাস।

FacebookTwitterGoogle+Share