ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন রঘুবর দাস। তিনিই ঝাড়খণ্ডের প্রথম মুখ্যমন্ত্রী যিনি উপজাতি গোষ্ঠীভূক্ত নন। পূর্ব জামশেদপুর আসন থেকে টানা পাঁচবার জয়ী রঘুবর ঝাড়খণ্ডের দশম মুখ্যমন্ত্রী। খুব শিগগিরি আনষ্ঠানিক ভাবে ঘোষণা করতে চলেছে বিজেপি।
এর আগে ঝাড়খণ্ড দু’বার বিজেপির মুখ্যমন্ত্রী পেলেও তারা ছিলেন আদিবাসী গোষ্ঠীভূক্ত। এরা হলেন বাবুলাল মারান্ডি ও অর্জুন মুন্ডা। এই প্রথম অনাদিবাসী মুখ্যমন্ত্রী শপথ নেবেন ঝাড়খণ্ডে। এছাড়াও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হয়েছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার শিবু সোরেন, হেমন্ত সোরেন ও মধু কোডা। এরা প্রত্যেকেই আদিবাসী গোষ্ঠীভূক্ত। আজ সকাল ১১টা নাগাদ বৈঠকে বসে বিজেপি। বৈঠকে ছিলেন জেপি নাড্ডা, বিনয় সহস্রবুদ্ধে, ঝাড়খণ্ডের বিজেপি প্রধান ত্রিবেন্দ্র সিং রাওয়াত, রাজ্যের ইউনিট প্রেসিডেন্ট রবীন্দ্র রাই ও প্রাক্ত মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা।
মুখ্যমন্ত্রী পদের জন্য অন্যতম দাবিদার ছিলেন সরু রায়। ২০১৪ বিধানসভা নির্বাচনে বিজেপি-এজেএসইউ জোট ৮১চি আসনের মধ্যে ৪২টি আসনে জয়ী হয়েছে।
তথ্য সূত্র- জি নিউজ