সিরিজ নিশ্চিত করে এর আগেই ২-০ ব্যবধানে এগিয়ে আছে আস্ট্রেলিয়া। শুরুতে বিরাট কোহলি বড় ধরনের ঘোষণা দিয়েছিলেন কিন্তু সেটা বাস্তবে হয় নি। প্রথম দুই টেস্ট হেরে শেষ আসায় শুক্রবার অসিদের বিরুদ্ধে মাঠে নামে তারা।
তবে আগের দুটি টেস্টে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের বিপক্ষে আহামরি কিছু করে দেখাতে পারেননি ভারতীয় বোলাররা। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় টেস্টের প্রথম দিনে দৃশ্যের পরিবর্তন হয়েছে। লক্ষ্যনীয় বোলিং করেছে সফরকারীরা। তাই দিনশেষে ৫ উইকেট। কিন্তু ব্যাটসম্যানদের বেধে রাখতে পারে নি তারা। দিন শেষে ভারতের সংগ্রহ ২৫৯।
তবে অসি অল-রাউন্ডার ডেবিড ওয়ার্নার যাদবের বলে শূণ্য রানে প্যাবিলিওনে ফেরেন। আর খেলার শুরুতেই ভারতীয় শিবিরে স্বস্তি এনে দিয়েছিলেন বোলার উমেশ যাদব। মোহাম্মদ শামিও যাদবের সমান সমানে খেলেছেন। দু’জনেই পেয়েছেন ২ টি করে উইকেট। আর একটি উইকেট নিয়েছেন অশ্বিন। তাই তেমন সুবিধা করতে পারে নি অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার পক্ষে ক্রিস রজার্স ৫৭, শেন ওয়াটসন ৫২ ও শন মার্শ ৩২ রান করেছেন। আর ৭২ রানে ক্রিজে রয়েছেন অধিনায়ক স্টিভেন স্মিথ। অপর প্রান্তে ২৩ রানে অপরাজিত রয়েছেন ব্রাড হ্যাডিন। তাদের হাতে রয়েছে অপেক্ষাকৃত দুর্বল হাতের আরও ৫ উইকেট। শনিবার ফের নামছে তারা।