নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর ।। রাজ্যে পুলিশী তদন্ত দক্ষতা আরও উন্নত করতে শুক্রবার থেকে দুই দিনের “ত্রিপুরা স্টেট পুলিশ ডিউটি মিট ২০১৪-২০১৫”অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ সপ্তাহ-২০১৫ এর প্রাক্কালে এ ডি নগর এর সিআইডি কমপ্লেক্সে রাজ্য পুলিশের মহানির্দেশক (DGP) কে নাগরাজ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে শুক্রবার এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। পুলিশের মহানির্দেশক (DGP) কে নাগরাজ বলেন, তদন্ত দক্ষতা উন্নত করতে আমাদের ভাল প্রচেষ্টা করা উচিত। সাধারন জনগনের সমস্যার সময় মত ন্যায়বিচার প্রদান করে, আমরা আরও সাধারণ জনগণের মধ্যে আমাদের ইমেজ এবং বিশ্বাস গড়ে তুলতে পারি বলেও জানান তিনি।