অন্ধ্রপ্রদেশ, ২৭ ডিসেম্বর ।। অন্ধ্রপ্রদেশে চুমুবাবা নামে খ্যাত এক বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার প্রদেশের কাপাডা জেলা থেকে এই বাবাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি মারফত জানা যায়।
চুমুবাবার কাছে আসা প্রত্যেককেই তিনি জড়িয়ে ধরে চুমু দিতেন বলে তাকে স্থানীয় সাধারণ জনতা তাকে চুমুবাবা বলে সম্বোধন করতেন। তবে স্থানীয় সুব্বা রেড্ডি নামে এক ব্যক্তি চুমুবাবাকে জনপ্রিয় করতে চেষ্টা করলে তাকেও গ্রেপ্তার করে পুলিশ।
কাপাডা জেলার প্রোদ্দাতুর গ্রামের একটি মন্দিরের পেছনে প্রায় দুইমাস ধরে অবস্থান করছিলেন কথিত এ চুমুবাবা। গ্রামের মানুষের আর্থিক ও পারিবারিক সমস্যা দূর করার নামে অনেকের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগও আছে তার ওপর।
তবে আদালত চুমুবাবাকে মানসিকভাবে সুস্থ মনে না হওয়ায় মানসিক হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানোর নির্দেশ দিয়েছে। স্থানীয়দের দাবি, চুমুবাবার কাছে কোনো পুরুষ আসলে তার হাতে লেবু তুলে দিতেন তিনি। আর নারী আসলে চুমুবাবার নামের সার্থকতা ভক্তদের দেখিয়ে দিতেন।
ভারতের বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে চুমু দেয়ার দৃশ্য নিয়ে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে প্রশাসনের। এরপরই মূলত পদক্ষেপ নেয় অন্ধ্রপ্রদেশ কর্তৃপক্ষ।