পাকিস্তান, ২৭ ডিসেম্বর ।। পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর বিমান হামলায় সন্দেহভাজন ২৩ জঙ্গি নিহত হয়েছে।
হামলায় নিহতদের মধ্যে এক কমান্ডারসহ কয়েকজন বিদেশি জঙ্গি রয়েছে বলে খবর প্রকাশ করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম।
সেনা কর্মকর্তারা জানান, শুক্রবার মাদাখেল, লাতাকা ও বাসিকেলে হামলা চালিয়ে জঙ্গিদের ছয়টি আস্তানাই ধ্বংস করে দেয়া হয়েছে।
এদিকে, পাকিস্তানের ঐতিহ্যবাহী লাল মসজিদের খতিব মাওলানা আব্দুল আজিজের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত স্কুলে তালেবান হামলায় পর আপত্তিকর মন্তব্যে করায় দেশটির সুশীল সমাজের পক্ষ থেকে দায়ের করা মামলার শুনানির পর শুক্রবার এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
তবে, লাল মসজিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো মূল্যে তারা এ গ্রেফতারি পরোয়ানা প্রতিরোধ করবে।