সালমানের অজানা দশ তথ্য

slmnতারায়-তারায় ডেস্ক ।। সালমান খান এখন তার জন্ম দিনের আয়োজন নিয়েই ব্যস্ত রয়েছেন। আর এমন সময় ভক্তদের জন্য সালমান খান সম্পর্কে আজানা ১০টি তথ্য উপস্থাপন করা হল।

শনিবারের ৪৯-পা দিলেন ভারতীয় অভিনেতা সালমান খান। সালমানের জন্য এ বছরটি ছিল বিশেষ কারণ, এখন পর্যন্ত বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমাটি আছে তার ঝুলিতেই। জন্মদিনে বলিউডের অন্যতম এই সুপারস্টার সম্পর্কে জেনে নিন দশটি অজানা তথ্য।

১. সালমান খানের পুরো নাম আব্দুল রশিদ সেলিম সালমান খান।

২. সালমান ট্রাইজেমিনাল নিউরালজিয়া নামে মুখের পেশীর এক রোগে আক্রান্ত। বলা হয়ে থাকে এটি সবচেয়ে শারিরীক ব্যাথাসৃষ্টিকারী রোগগুলোর মধ্যে একটি।

৩. তিনি ছবি আঁকতে ভালোবাসেন। ‘জয় হো’ সিনেমার পোস্টারগুলো তিনি নিজেই এঁকেছিলেন।

৪. তিনি লেখক হতে চেয়েছিলেন। তার অভিনীত ‘বাগি‍য্য: আ রেবেল ফর লাভ’-এর মূল ভাবনা ছিল তার। তিনি ‘ভির’ এবং ‘চন্দ্রমুখি’র মতো সিনেমারও কাহিনি লিখেছেন।

৫. নায়ক না হলে হয়তো সাঁতারু হিসেবেই খ্যাতি পেতেন সালমান। স্কুলজীবনের এই সাঁতার চ্যাম্পিয়ন ভারতের প্রতিনিধিত্বও করেছেন।

৬. ‘দাবাং’ খানের প্রিয় নায় সিলভেস্টার স্ট্যালোন আর প্রিয় নায়িকা হেমা মালিনি।

৭. ‘বাজিগর’ সিনেমায় অ্যান্টি হিরোর চরিত্রটি শাহরুখের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। কিন্তু এই চরিত্রে অভিয়ন করার কথা ছিল সালমানের। একটি খল চরিত্রে অভিনয় করতে চাননি বলে সিনেমাটি ফিরিয়ে দেন তিনি।

৮. পর্দায় কখনও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেননি সালমান। এমনকি কখনও কোনো নায়িকাকে চুমুও খাননি।

৯. অভিনেত্রী ডেইজি ইরানির ইন্সটিউটে অভিনয় শিখেছেন সালমান। তার সহপাঠীদের মধ্যে ছিলেন সাজিদ খান ও চাঙ্কি পান্ডে।

১০. প্রথমবার ‘হ্যালো ব্রাদার’ সিনেমার জন্য প্লেব্যাক করেন তিনি। বিডি।

সালমান খান ৮০টির বেশী হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। যিনি বলিউডে আত্মপ্রকাশ করেন বিবি হো তো এহসি চলচ্চিত্রের একটি গৌণ ভূমিকায় অভনয়ের মধ্যে দিয়ে ১৯৮৮-তে, খ্যাত অভিনেত্রী রেখার সঙ্গে. অবশ্য, তার অভিনীত প্রথম ব্যবসা সফল চলচ্চিত্র মেনে পেআর কিয়া (১৯৮৯) সালে।

এজন্যে তিনি ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ নবাগতার পুরস্কার লাভ করেন. এরপর থেকে নব্বইয়ের দশকে তিনি বলিউডে বেশ কিছু ব্যবসা সফল হিন্দি চলচ্চিত্র উপহার দেন, যেমন সাজান (১৯৯১), হাম আপকে হ্যায় কোন..! (১৯৯৪), কারণ অর্জুন (১৯৯৫), জড়ুয়া (১৯৯৭), পিয়ার কিয়া তো দারনা কিয়া (১৯৯৮)।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*