গোখরা সাপের কামড়ে মৃত্যু হলো সাদা বাঘের। আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে শনিবার ভারতের ইন্দোরের একটি চিড়িয়াখানায়।
চিড়িয়াখানার এক রক্ষী জানান, সকাল ৮টায় কাজে এসে তিনি দেখেন, রজ্জন নামের সাদা বাঘটি তার চৌহদ্দির মধ্যে অস্থিরভাবে ঘুরে বেড়াচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখেন, বাঘটির মুখ থেকে ফেনা বেরোচ্ছে।
তিনি দেরী না করে উর্ধ্বতন কতৃপক্ষের কাছে জানান ঘটনাটি। এরপরই বাঘটির চিকিতসার ব্যবস্থা করা হয়। কিন্তু বিষাক্ত ছোবলে ততক্ষণে মৃত্যুর কোলে ঢুলে পড়েছে বাঘটি।
ওই রক্ষীই পরে বাঘের ডেরায় একটি গোখরা সাপ দেখতে পান। সাপটির শরীরে ক্ষতচিহ্নও দেখতে পান তিনি।
এ সময় চিড়িয়াখানার রক্ষীরাই সাপ ধরার লোকদের দিয়ে সাপটিকে বের করে আনেন।
চিড়িয়াখানার কর্মীদের অনুমান, সাপটি কোনোভাবে বাঘের ডেরায় ঢুকে পড়ে বাঘের লেজে ছোবল মারে। সাপে-বাঘে কিছুটা লড়াইও হয় বলে মনে করছেন তাঁরা।
পুরো ঘটনা সম্পর্কে চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে বাঘের ময়না তদন্ত করা হবে বলে জানা গেছে।
চিড়িয়াখানায় কর্মীদের অবহেলা নতুন কিছু নয়। এর আগেও চিড়িয়াখানায় একাধিক জন্তুর মৃত্যুর জন্য ইন্দোর পৌরসভা গোটা চিড়িয়াখানা কর্তৃপক্ষকে বরখাস্ত করেছিল।