দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ৪ আগষ্ট ।। ‘দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার’ অতিক্রম করে স্কটল্যান্ডের গ্লাসগোতে ২০তম কমনওয়েলথ গেমসে ত্রিপুরার দীপা কর্মকার জিমন্যাস্টিকসে ব্রোঞ্জ দখল করেছেন। এই পদক জয়ের সঙ্গেই রচিত হয়েছে ভারতের এক নতুন ইতিহাস।
আন্তর্জাতিক আসরে দীপা কর্মকারের এই অসামান্য প্রাপ্তি এই দেশের কোনো মহিলা জিমনাষ্ট হিসেবে প্রথম করলেন। দিনের পর দিন কঠোর অনুশীলন, অধ্যবসায় আর নিষ্ঠার ফসল দীপা কর্মকারের এই দূরন্ত কীর্তি। সাধনার শেষে সিদ্ধিলাভের এই দিনের জন্য দীপা কর্মকার জিমনাসিয়াম হলকেই বেছে নিয়েছিলেন স্বপ্নপূরনের মানসভূমি হিসেবে। অবশেষে দীপার স্বপ্ন পূরনের সঙ্গে ভারতের জন্য রচিত হয়েছে নতুন ইতিহাস।
দীপার সৌজন্যে এই পাহাড়ী রাজ্যের আলোচনা স্কটল্যান্ডের গ্লাসগো থেকে আগরতলা পর্যন্ত।
দেশের জন্য এই অনন্য কীর্তির কারিগরকে “নিউজ আপডেট অব ত্রিপুরা” নত মস্তকে কূর্নিশ জানাচ্ছে।